রাজশাহী বিভাগসারাদেশ

বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকার উদ্যোগে গতকাল রবিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে মেধাবী অচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সদস্য অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সমাজ সেবক ও সাবেক অতিরিক্ত সচিব নাসরীন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল ইসলাম,টিএমএসএস এর উপদেষ্টা ও বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সদস্য মোঃ ইজার উদ্দিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হাছানাত আলী,টিএমএসএস এর পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এ সময় বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ও টিএমএসএস এর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২০১৯-২০ এর জন্য মেধাবী অচ্ছল ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button