জাতীয়
করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৫৩৫, আরও ১৯৮ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৭ হাজার ৫৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩৩টি আরটি-পিসিআর ল্যাব, ৫৩টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৫৩১টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৭১৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে