জাতীয়

কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন ওসি প্রদীপ

আচরণবিধি অমান্য করে আদালত চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখার বিধান থাকলে চুপিসারে ফোনে কথা বলেছেন টেকনাফের সাবেক ওসি প্রদীপ। বিষয়টি নিয়ে কক্সবাজার জেলাসহ সারা দেশে তোলপাড় শুরু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলার সময় এই ঘটনা ঘটে।

ছবিতে দেখা যায়, আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন ওসি প্রদীপ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে ছিলেন। তারা জানান, মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন সিনহা হত্যা মামলার এই আসামি। পরনে ছিলো কালো পোলো শার্ট।

খবর নিয়ে জানা গেছে, ওসি প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন দায়িত্বরত এক কনস্টেবল। পিপি ফরিদুল ইসলাম ছবিটি ফেসবুকে দেখেছেন বলে জানান তিনি।

এদিকে, আদালতের বাইরে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ বলেন ‘আমাকে নতুন করে চেনানোর দরকার নেই।’

মঙ্গলবার মামলার সাক্ষগ্রহণের দ্বিতীয় দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button