জাতীয়লিড নিউজ

পরিবার কল্যাণ সহকারীদের দাবি ১৬তম গ্রেড

পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির সদস্যরা ১৬তম গ্রেডের দাবিতে সমাবেশ করেছে।

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে শিশু একাডেমিতে সমাবেশে অংশ নেন সারাদেশের সহস্রাধিক প্রতিনিধি।

তারা বলেন, দেশে মাতৃমৃত্যু হার রোধ এবং ভ্যাকসিন প্রোগ্রামে সফলতার সাথে কাজ করলেও মূল্যায়ন করা হয় না তাদের। কাজ করতে হয় নানা প্রতিবন্ধকতা নিয়ে।

পেনশন থেকে ২০ ভাগ কেটে নেয়ায় ক্ষোভ জানান পরিবার কল্যাণ সহকারীরা। এসময় নিয়োগবিধি দ্রুত প্রকাশের দাবি জানান সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহাসচিব হেদায়েত হোসেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও বিশেষ অতিথি ছিলেন শিরিন আক্তার এমপি। সভায় বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি আমেনা আকতার ও সাধারণ সম্পাদক রাজিয়া খাতুন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button