জাতীয়
ঢাকা মেডিকেলে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের (ঢামেক) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক যুবকের (২২) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।
ঢামেক হাসপাতাল নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন গণমাধ্যমকে জানান, ওই যুবক প্রথমে সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। তার শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃতদেহর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।