আন্তর্জাতিক

প্রতিবন্ধী ছাত্রীকে শিক্ষিকার অমানুষিক নির্যাতন

১৬ বছরের এক প্রতিবন্ধী ছাত্রীকে শ্রেণিকক্ষে অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর স্কুলটির অভিযুক্ত শিক্ষিকা টিফানি শ্যাডেল ল্যাঙ্কফোর্ডকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের অভিযোগে শুক্রবার তাকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের কাইলে লেম্যান হাইস্কুলে এ অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রীকে এলোপাতাড়ি ঘুষি মারছেন ওই শিক্ষিকা। তাকে কয়েকদফা মারতে মারতে মাটিতে ফেলেও থামেনি ওই শিক্ষিকা। এ সময় অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ৩২ বয়সী ওই খণ্ডকালীন শিক্ষিকাকে বহিষ্কার করে। এরপর পুলিশ তাকে আটক করে।

ডেইলি মেইলের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, ওই শিক্ষার্থীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গুরুতর জখম থেকে সুস্থ হয়ে উঠছে।

ওই শিক্ষিকাকে কারাগারে নেয়া হয়েছে। শনিবার অভিযুক্ত ওই শিক্ষিকা জামিনের আবেদন করলে তা না মঞ্জুর হয়।

আহত প্রতিবন্ধী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ধীরে ধীরে সে গুরুতর আহত থেকে সুস্থ হয়ে উঠছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button