সারাদেশ

ভোগডাঙ্গায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের ব্যক্তিগত সহযোগীতায় ত্রান বিতরন করলেন রোমান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় ২০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব সরোয়ার ই সরকার জীবন – এর নিকটহতে ব্যক্তিগতভাবে সহায়তা গ্রহন করে করোনা লকডাউনে গত ২২ এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে বিশেষ ত্রান বিতরন করেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগের সদস্য মোঃ রোমান মিয়া। বিতরনকৃত ত্রানে প্রতিজনকে ৫ কেজি আটা, ১ কেজি আলু, ১টি মিষ্টি কুমড়া ও ১টি হাত ধোয়ার সাবান দেয়া হয়। তরুন সমাজ সেবক রোমান মিয়া জানান, আমি এই এলাকার মানুষের এই দুর্যোগপূর্ণ সময়ে বিভিন হৃদয়বান ব্যক্তির নিকট হতে সহযোগিতা নিয়ে আমার সাধ্যমতো বিতরন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইহা অব্যাহত থাকবে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহোদয়ের নিকট হতে তাহার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা নিয়ে আমার নিজস্ব অর্থ সমন্বয়করে ২০০টি পরিবারের নিকট বিতরন করলাম।

উল্লেখ্য মোঃ রোমান মিয়া ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম আমিনুল ইসলাম গেন্দু মিয়ার নাতি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button