সারাদেশ

গণপরিবহন বন্ধ রেখেই খুলছে গার্মেন্টস, পায়ে হেঁটেই ঢাকার পথে শত শত শ্রমিক

নাটোর প্রতিনিধিঃ গার্মেন্টস খুলছে এমন খবরে রাত থেকেই দলে দলে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন গার্মেন্টস কর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় কেউ যাচ্ছে ট্রাকে আবার কেউ মাছের গাড়িতে করে, আবার কেউ কেউ পায়ে হেটে ছুটছেন কর্মস্থলের উদ্দেশ্যে সোমবার  সকালে নাটোর বাসস্ট্যান্ডে, বনপাড়া বাইপাসে, বড়াইগ্রাম থানার মোড়, এলাকায় দেখা যায় ঢাকামুখি গার্মেন্টস কর্মীদের ভীড়।
জীবিকার তাগিদে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছেন অনেকে। এ সময় গণপরিবহন বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বাধ্য হয়ে হেঁটে ও রিকশা-ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা।
তারা বলেন, আমাদের ফোন করে বলা হয়েছে রবিবার গার্মেন্টস খুলবে শুনেই বাড়ি থেকে বের হই, কিন্তু রাস্তায় কোন যানবাহন পাইনি চাকরিটাই একমাত্র ভরসা, সেটি না থাকলে বউ বাচ্চা নিয়ে কি করে চলব। তাই জীবনের ঝুঁকি নিয়েই যাচ্ছি। এদিকে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেই আজ (২৬ এপ্রিল) থেকে ধাপে ধাপে খুলছে গার্মেন্টস কারখানা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button