রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৫জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গতবৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে মারা যাওয়া ১৫জনের মধ্যে ১৩ জনই করোনা পজিটিভ ছিলেন। বাকি দু’জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ১৩জনের মধ্যে ১১জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার। বগুড়ার ১১জন হলেন- সদরের আব্দুস সামাদ(৬০) ও সাখাওয়াত হোসেন(৪৮), শাজাহানপুরের জাকিয়া(২৭), সারিয়াকান্দির জরিনা(৬০) ও মমিনুল(৪৮), দুপচাঁচিয়ার হারুন অর রশিদ(৭১) ও শাকের(৫০), ধুনটের দেলোয়ার(৫৫) ও চাঁন মিয়া(৭০), কাহালুর রতন(৪০) এবং সোনাতলার জেবুন্নেসা(৬০)।  এই নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ৬০২জনে দাঁড়ালো।
এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯২জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৯৩শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৩১জন ।  বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক গতকাল শুক্রবার দুপুর ১২টায় অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ৫২জন পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১০নমুনায় ২জনের  এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৮২ নমুনায় ২৬জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ৯২জনের মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরের ৮, সারিয়াকান্দির ৫, কাহালুর ৫, শেরপুরের ৪, শিবগঞ্জে ৩, আদমদীঘির ৩, ধুনটের ৩, দুপচাঁচিয়া ও গাবতলীর একজন করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button