জাতীয়লিড নিউজ

মদিনায় বিমানের সরাসরি ফ্লাইট চালু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। আগামী বছর ম্যানচেস্টার, নারিতা, কলম্বো, মালে এবং নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা রুটে ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নতুন এ রুটে বিমান ঢাকা থেকে মদিনায় সপ্তাহে তিন দিন- শনি, সোম ও বুধবার এবং চট্টগ্রাম থেকে মদিনায় বৃহস্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, মধ্যপ্রাচ্যে বিমানের যে সম্ভাবনাময় বাজার রয়েছে, তাকে দখল করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেযারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মোকাব্বির হোসেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button