সারাদেশসিলেট বিভাগ

সিলেটে আরও ৭২ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৩৪ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার তাদের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতজন চিকিৎসকও রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯, সুনামগঞ্জের দুই, হবিগঞ্জের এক ও মৌলভীবাজারের ছয়জন রয়েছেন।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে সোমবার ১৩৮টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪ জন সিলেট জেলার ও ২০ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে সোমবার রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭৫৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৮১ জন এবং ১৩৫ জন মারা গেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button