জাতীয়লিড নিউজ

পাথরঘাটায় এখনও ফেরেনি ২০ ট্রলারসহ ৩ শতাধিক জেলে

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এখনও সাগর থেকে কূলে ফিরে আসতে পারেনি ২০ ট্রলারসহ প্রায় তিন শতাধিক জেলে। তারা কোনো নিরাপদ আশ্রয়ে আছেন কি না সেই তথ্যও দিতে পারছে না ট্রলার মালিক সমিতি।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গত দুদিনে যেসব জেলে ফিরে এসেছেন তারা জানিয়েছেন, সাগরে প্রচণ্ড ঢেউ, ট্রলার নিয়ে সাগরে থাকা মুশকিল।  তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাথরঘাটার ২০টি ট্রলার ফিরে আসতে পারেনি, ওইসব ট্রলার কোনো জায়গায় নিরাপদে আছে কি না তাও জানতে পারছি না। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে পাথরঘাটায় বিদ্যুৎ না থাকায় চার্জে দিতে না পেরে অনেকের মোবাইলফোন বন্ধ বিধায় পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।

রিলেটেড আর্টিকলেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button