রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের মহান বিজয় দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।

পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। বাঙ্গালি জাতীর জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতি বিজড়িত দিন। স্বাস্থ্য বিধি মেনে টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৮ টায় টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দেশের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রভাত ফেরি নিয়ে লালদহপার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন। দ্বিতীয়ার্ধে মহান বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়ালের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু। এসময় অংশগ্রহণ করেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার, টিএমএসএস মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম,এ গফুর মন্ডল, টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের চিকিৎসা শিক্ষা ডোমেইন-১ প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী, চিকিৎসা শিক্ষা ডোমেইন-২ প্রধান ডাঃ এএইচএম আক্তারুজ্জামান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাঃ আবু সালেহ মোহাম্মদ বরকতুল্লাহ, উপ-পরিচালক (স্বাস্থ্যসেবা ডোমেইন) ডাঃ মোঃ আফজাল হোসেন তরফদার, টিএমএসএস মেডিকেল ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড টেকনোলজী ও মহাস্থান মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাঃ মোঃ আহমেদ শরীফ এবং টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রাবেয়া বেগম, চিকিৎসা শিক্ষা ডোমেইনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ টিএমএসএস স্বাস্থ্য সেক্টর পরিচালিত অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ। এছাড়াও টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টর পরিচালিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ভার্চুয়াল আলোচনা সভা পরিচালনা করেন টিএমএসএস মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সজিবুর রহমান। বক্তারা মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় অর্জন আজকের দিনটি। একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানের হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যা। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং তাঁর নির্দেশেই শুরু হয় মুক্তিযুদ্ধ। অবশেষে ন’মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত। এ বিজয়ের মধ্যে এলো হাজার বছরের কাক্সিক্ষত স্বাধীনতা। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সূচিত হলো মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ত্রিশ লাখ শহীদের রক্ত আর লাখ লাখ ধর্ষিতা মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভার্চুয়ালের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান ও নাচ পরিবেশন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button