খুলনা বিভাগসারাদেশ

সাবেক হুইপ আশরাফ হোসেনের ইন্তেকাল

খুলনার প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক হুইপ মো. আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত‌্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফ হোসেনের ঘনিষ্টজন এ কে এম মোশফেকুস সালেহীন পাইলট।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।
এ কে এম মোশফেকুস সালেহীন পাইলট জানান, গত মাসের শেষের দিকে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তিনি মারা যান।
মো. আশরাফ হোসেন মৃত‌্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যোহর বাদ তার নামাজে জানাজা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে তার ঘনিষ্ঠভাজনরা জানিয়েছেন।
সূত্র জানায়, হুইপ আশরাফ হোসেন প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন। এক সময়ের এ বিএনপি নেতা চার বার খুলনা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন। দলটিতে এক সময়ে যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। ১/১১ পর তিনি বিএনপি থেকে সরে আসেন। দল থেকে তাকে বহিষ্কার হয়। এরপর রাজনীতি থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button