খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় দুই বছর ধরে স্কুল ছাত্রীর বৃত্তির টাকা তুলে নিচ্ছে বিকাশ এজেন্ট

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার সদর উপজেলার কুল্লিয়া গ্রামে দীর্ঘ দুই বছর ধরে প্রতারনার মাধ্যমে এক স্কুল ছাত্রীর উপবৃত্তির টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে এক বিকাশ এজেন্টের বিরুদ্ধে৷ অভিযোগ উঠা ঐ বিকাশ এজেন্টের নাম অনুজ রায়৷ তিনি পি.পি.এন.সি হাই স্কুলের সহকারী শিক্ষক৷ একটি হত্যা মামলায় বর্তমানে সাময়িক বহিঃস্কৃত হয়ে আছেন৷ দীর্ঘ দিন ধরে তার বিরুদ্ধে বিকাশ ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর নামে গ্রামের সহজ সরল মানুষকে প্রতারনার অভিযোগ রয়েছে৷ ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর নাম মোছাঃ পায়েল খাতুন সে কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর নবম শ্রেনীর ছাত্রী৷জানা যায়, ভুক্তভোগী ঐ শিক্ষার্থী পায়েল খাতুন সপ্তম শ্রেনীতে থাকা স্কুল থেকে অবস্থায় উপবৃত্তির জন্য মনোনীত হয়৷ ঐ সময়ে পায়েল ও তার মা বৃত্তির টাকা মোবাইলে পেতে স্কুল কর্তৃপক্ষের নির্দেশে কুল্লিয়া বাজারের বিকাশ এজেন্ট অনুজ রায়ের কাছে যায়৷ বিকাশ এজেন্ট অনুজ রায় একাউন্ট খোলার কথা বলে তাঁদের থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি ও মোবাইল নম্বর রেখে দেয়৷ পরবর্তীতে একাউন্ট না খুলে অনুজ রায় তাঁর নিজের বিকাশ একাউন্ট নম্বার স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দেয়৷ এর পর থেকে দীর্ঘ দুই বছর ধরে পায়েলের নামে বৃত্তির টাকা আসলেও অনুজ রায় তা উঠিয়ে নিচ্ছিলো৷
কিছুদিন আগে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর পরিবার স্কুলের অফিস সহায়ক নাজমুল হাসানের মাধ্যমে জানতে পারে পায়েলের নামে নিয়মিত বৃত্তির টাকা আসছে ৷ পরে আমি স্কুল থেকে ঐ একাউন্ট নাম্বার নিয়ে জানতে পারলাম নাম্বারটি অনুজ রায়ের৷ এভাবে দীর্ঘ দুই বছর ধরে আমার মেয়ের বৃত্তির টাকা সে তুলে নিচ্ছে৷ আমি তার কাছে এই বিষয়ে জানতে চাইলে সে আমাকে হুমকি দেয় ও র্দুব্যবহার করে৷ আমি এই প্রতারকের বিচার চাই৷

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button