বিনোদন

মল্লিকা শেরওয়াতের পথচলা

খোয়াইশ, মার্ডার, আগলি অউর পাগলি সিনেমায় অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেন বলিউডের নায়িকা মল্লিকা শেরওয়াত। বলিউড ছাড়া হলিউড এবং চীনা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

মল্লিকা শেরওয়াত নায়িকার প্রকৃত নাম নয়। তার প্রকৃত নাম রিমা লাম্বা। বলিউডে তিনি মল্লিকা শেরওয়াত নামেই জনপ্রিয়।

মল্লিকা শেরওয়াত ১৯৭৬ সালের ২৪ অক্টোবর হরিয়ানার এক ছোট পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লির পাবলিক স্কুল, এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পড়ালেখা করেন।

মল্লিকার পরিবারের কেউ চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত ছিলেন না। রক্ষণশীল এবং ছোট পরিবার হওয়ার কারণে তার চলার পথ ছিল কঠিন। নিজের অক্লান্ত চেষ্টায় কঠিন পথ মসৃন করে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। তার নাম নিয়েও খোঁচা দেওয়া হত।

সমাজের যেসব নারীরা যুদ্ধ করে সামনে এগিয়ে যায় মল্লিকা তাদের পাশে রয়েছেন বলে জানান। হরিয়ানার অনেক নারীর কাছ থেকে তিনি মাঝে মাঝে অভিনন্দন বার্তা পান। যা তার সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।

মল্লিকা মনে করেন, ভারতীয় নারীদের সামনে এগিয়ে যেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেশটির অনেক শহরে এখনো শর্ট স্কার্ট পরা নারীদের ভালো চোখে দেখা হয় না।

মল্লিকা ফান্সের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। কয়েক বছর আগে সে সম্পর্ক ভেঙ্গে যায় বলে নিজেই জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button