খুলনা বিভাগসারাদেশ

ভাঙ্গায় জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ভাঙ্গা(ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৭ই মার্চ সকাল ৮টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে-সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯ টায় পাইলট স্কুল অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জিবনী নিয়ে আলোচনা করা হয় পরে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরি,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button