রংপুর বিভাগসারাদেশ

করোনা উপসর্গ নিয়ে রৌমারীতে আরো এক গৃহবধূর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাখিউড়া এলাকায় সাবিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট, সর্দি, মাথাব্যাথা নিয়ে মারা গেছেন।
আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওই মহিলা মারা গেলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই মহিলার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। সাবিনা আক্তার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের আব্দুল রশিদের মেয়ে। গত (২৫ জুন) গাজীপুর থেকে সাবিনা গ্রামের বাড়ি আসে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট, সর্দি, মাথাব্যাথা নিয়ে ওই মহিলার মৃত্যুর খবর জানতে পেরে আমরা তার নমুনা সংগ্রহ করেছি। পাশাপাশি পরিবারের আরো দুই সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, করোনা উপসর্গ নিয়ে ইতিমধ্যে নুরপুর এলাকার সাবিহা (৩৮) মৃত্যু হয়। এনিয়ে উপজেলায় করোনা উপসর্গ মৃত্যুর সংখ্যা দুইজন। এর আগে তিনজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে রৌমারী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button