জাতীয়
রাজধানীতে হঠাৎ ঝড়

বাংলা পঞ্জিকার শেষ দিন ৩০ চৈত্র, যাকে বলা হয় ‘চৈত্র সংক্রান্তি’। এর পরদিন উদযাপন করা হয় বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ। আজ শনিবার (১১ এপ্রিল) চৈত্রের ২৮ তারিখ। আর মাত্রা দুদিন পর ১৪২৬-কে বিদায় জানিয়ে শুরু হবে বাংলা নতুনবর্ষ ১৪২৭। একই সঙ্গে বসন্তকে বিদায় দিয়ে প্রকৃতি স্বাগতম জানাবে নতুন ঋতু গ্রীষ্মকে। তাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু কাল বৈশাখী ঝড়ো বাতাসসহ বৃষ্টি জানান দিয়েছে বৈশাখের আগমনী বার্তা।