রাজের পর্নোগ্রাফি মামলার তদন্ত রিপোর্ট ১৫ সেপ্টেম্বর

পর্নোগ্রাফি আইনের মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শুক্রবার (৬ আগস্ট) রাজের বিরুদ্ধে বনানী থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলার এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে পৌঁছায়। শুনানি শেষে মহানগর হাকিম রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি মো. সবুজ আলী।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে রাজের বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এ সময় রাজের বাসা থেকে মাদকদ্রব্য ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। মাদক পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে মাদক আইনেও একটি মামলা করা হয়। এ মামলায় ৫ আগষ্ট রাজের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।