রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ফল-২০ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় গত শুক্রবার করোনা চলাকালিন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম বারের মতো ফল-২০ সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিমের সভাপতিত্বে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)‘র চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন। আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আমিনুল ইসলাম,বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এ.এইচ.এম গোলাম রসুল খান রানা, বিওটি‘র চেয়ারম্যানের জুরি প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, পিইউবি‘র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল ডিন (ভারপ্রাপ্ত) ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, বিভাগীয় প্রধানগণ, চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ খোরশেদ আলম, সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইশতিয়াকুল আলম মামদুদ। সভা পরিচালনা করেন প্রভাষক সাব্বির হাসান ও প্রভাষক হুমায়রা ইয়াসমিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button