চট্টগ্রাম বিভাগসারাদেশ

করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধিঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিভাগীয় কমিশনার এবিএম আজাদের স্ত্রী ও এক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ও তাঁর স্ত্রী-সন্তান বর্তমানে ডিসি হিলস্থ বাংলোতে হোম আইসোলেশনে আছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে এসেছেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা সেবা ও আইসোলেশন সেন্টার চালুকরণ, ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ কাজে তিনি ভূমিকা রেখেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button