জাতীয়

সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা এল

চীনের সিনোফার্মের কেনা ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো.শামসুল হক বলেন, ১০ লাখ ডোজ টিকা এসেছে। আমরা সেগুলো আনলোড করছি।

রাত তিনটার আরেকটি ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ আসার কথা রয়েছে।

এর আগে গত ১৪ জুলাই চীনের ওষুধ কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সে সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, এসব টিকা আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে টিকা কেনা হচ্ছে। কত দামে এসব টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করেননি তিনি।

গত ৩ জুলাই চীন থেকে কেনা টিকার প্রথম চালান দেশে আসে। পরদিন আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button