সারাদেশ

কোয়ারেন্টাইন মানলে পাওয়া যাচ্ছে ‘থ্যাংকিউ লেটার’

,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করা প্রবাসীরা পাচ্ছেন ‘থ্যাংকিউ লেটার’। যাদের হোম কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়েছে তাদের বাড়ি বাড়ি এ থ্যাংকিউ লেটার পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে সম্প্রতি দেশে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করা ১৯০ জনকে সরকারি নির্দেশনা মানায় থ্যাংকিউ লেটার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

তিনি জানান, হাটহাজারী উপজেলায় সম্প্রতি ৪৭৬ জন প্রবাসী দেশে ফেরেন। তাদের মধ্যে ১৯০ জনের হোম কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়েছে। সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইন পালন করায় তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থ্যাংকিউ লেটার দিচ্ছি আমরা।

মো. রুহুল আমিন বলেন, দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে এসে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে ছেড়ে নিজ ঘরে বসে থাকা অনেক কষ্টের। দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে আমাদের প্রবাসী ভাইয়েরা সেই সেক্রিফাইস করছেন। এ কারণেই কৃতজ্ঞতা স্বরূপ প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাতে এ উদ্যোগ নিয়েছি আমরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button