চট্টগ্রাম বিভাগসারাদেশ

চট্টগ্রামে আইসিইউ সেবা না পেয়ে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আইসিইউ সেবা না পেয়ে বিনা চিকিৎসায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এবার ৫ হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে মারা গেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি লায়ন মো. কামাল উদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে মারা যান তিনি।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে করোনা উপসর্গ নিয়ে কামাল উদ্দিনকে মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। শ্বাসকষ্ট থাকায় তাকে অক্মিজেন দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু দুই ঘন্টায়ও সেখানে অক্সিজেন পাওয়া যায়নি বলে পরিবারের অভিযোগ।

এরপর কামাল একে একে পার্কভিউ হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়; কিন্তু কোথাও করোনা সন্দেহে ভর্তি করা হয়নি বলে দাবি কামালের স্বজনদের।

এরপর ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ খালি ছিল না, একপর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে মারা যান তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, চারটি হাসপাতাল ঘুরে কামাল উদ্দিনকে ট্রিটমেন্ট হাসপাতালে যখন আনা হয় তখন তার অক্সিজেন নেমে গিয়েছিলো ৭৮-এ। সে সময় হাসপাতালে তিনটি আইসিইউ শয্যার মধ্যে তিনটিতেই রোগী ভর্তি ছিল। খোঁজ নিয়ে অন্য কোথাও আইসিইউ মেলেনি। আইসিইউর অভাবে তিনি মারা যান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button