কেশবপুর উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিজয় সুনিশ্চিত করার লক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ কেশবপুরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন।
উপজেলার কাটাখালি বাজার, কলাগাছি বাজার, ডহুরী-কাঁকবাধাল বাজার, আড়ু–য়া ও পশ্চিম সারুটিয়ায় গণসংযোগকালে সাংবাদিক সাঈদ কেশবপুর উপজেলার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনে শাহীন চাকলাদারকে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ ১৪ জুলাই যশোর কেশবপুর উপ-নির্বাচনে, কেশবপুরের উন্নয়নের ধারাবাহিকতার জন্য এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকার প্রার্থী জননেতা জনাব শাহীন চাকলাদারের বিজয় সুনিশ্চিত করতে নিরন্তন ভাবে কাজ করছেন।