শিক্ষাঙ্গন

জলাতঙ্ক দিবস উপলক্ষে পবিপ্রবিতে র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদীয় ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের (ভিএসএ) আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৯ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ভেটেরিনারি মেডিসিনের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে এ র‍্যালি শুরু হয় এবং ক্যাম্পাসের প্রধান সড়ক ও স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন ড. মো. মামুনুর অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন- ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আহসানুর রেজা, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম মোস্তফা আনোয়ার, একই বিভাগের মুহাম্মদ এনামুল হক কায়েস, ডা. ইয়াসিন আরাফাত, ডা. অহেদুল করিম আনসারি, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলোজি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, ডা. আনোয়ার জাহিদ, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের ড. শিব শঙ্কর সাহা, মেডিসিন অ্যান্ড অবস্ট্রাকটিস বিভাগের ড. অসিত কুমার পাল, ডা. দীপা রানী পাল, ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাপসোসিয়েশনের (ভিএসএ) সহসভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস পিয়াল এবং ভেটেরিনারি মেডিসিনের শিক্ষার্থীরা।

এ আলোচনা সভায় জলাতঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. মুহাম্মদ এনামুল হক কায়েস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিএসএর সভাপতি ড. আহসানুর রেজা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভিএসএএর সাধারণ সম্পাদক মো. ফেরদৌস পিয়াল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button