সারাদেশ

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাভাইরাসে চলমান লকডাউনে বিশেষ ত্রাণ কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ২০ এপ্রিল (সোমবার) সেনা বাহিনীর প্রতিনিধি কর্ণেল আবু জাফরের উপস্থিতিতে ১৫০ জন হতদরিদ্র প্রান্তিক নি¤œআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান। সুবিধাভোগীদের ১০ কেজি চাল, ৪ কেজি আলু ও ১ কেজি করে পিয়াজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব হাসান সোহরাওয়ার্দী ও ইউনিয়নের সদস্য আহাদুল হক।

ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান জানান, ভোগডাঙ্গা ইউনিয়নের জনসংখ্যা অনেক বেশি, সেই হিসেবে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য ও ত্রাণ পর্যায়ক্রমে হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষদের মাঝে পর্যায়ক্রমে প্রদান করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button