রাজনীতি
বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিকেলে হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল নেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এক সদস্য জানান, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন বোর্ডের পরামর্শক্রমে নিয়মিত চেক-আপের জন্য খালেদা জিয়াকে আজকে হাসপাতালে নেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।