সারাদেশ

কুড়িগ্রামে সাবেক ডিসি, ৩ ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাতনামা ৩৫-৪০ জনের বিরুদ্ধে সদর থানায় এজাহার দাখিল

কুড়িগ্রাম প্রতিনিধি: সাংবাদিক আরিফুল নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি মো: নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ ৩৫/৪০ জন সরকারী কর্মচারীর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে সাংবাদিক আরিফুল ইসলাম।

সাংবাদিক আলিফুল হাসপাতালে হাসপাতালে ভর্তি থাকায় বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর থানায় তার পক্ষে এজাহার দাখিল করেন বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবু। এজাহার গ্রহন করেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান।
এজার সুত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাত সোয়া ১২টায় অভিযুক্ত ব্যাক্তিগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুলের বাড়িতে ভাংচুর চালিয়ে মারপিট করে তাকে তুলে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এনকাউন্টারের চেষ্টা চালায়। পরবর্তীতে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আবারো নির্যাতন করে মাদকের মামলা দিয়ে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠায়। নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে বৃহস্পতিবার বিকেলে এ এজাহার দাখিল করেন।

এব্যাপারে সাংবাদিক আরিফুল ইসলাম জানান, আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন থাকায় আমার প্রতিনিধির মাধ্যমে কুড়িগ্রাম সদর থানায় এজাহার জমা দিয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে আমাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button