বিনোদন

সৌদি আরব অস্কারে পাঠাচ্ছে ‘দ্য পারফেক্ট ক্যান্ডিডেট’

ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য সৌদি আরব থেকে অস্কারে পাঠানো হচ্ছে ‘দ্য পারফেক্ট ক্যান্ডিডেট’। সিনেমাটি পরিচালনা করেছেন হাইফা আল মানসুর। হলিউড রিপোর্টার জানায়, ৩৫ বছর ধরে চলা নিষেধাজ্ঞা উঠার পর এই প্রথম মধ্যপ্রাচ্যের দেশটি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য আনুষ্ঠানিকভাবে সিনেমা পাঠাচ্ছে। এর আগে দুইবার পাঠানো হয়।

‘দ্য পারফেক্ট ক্যান্ডিডেট’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে সৌদি পিতৃতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে এক তরুণী চিকিৎসকের চ্যালেঞ্জ নিয়ে। অ্যাওয়ার্ডের আসরে সিনেমাটি ইতিমধ্যে প্রশংসা পেয়েছে। এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ‘দ্য পারফেক্ট ক্যান্ডিডেট’।

২০১৪ সালে ‘ওয়াডজা’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় হাইফার। এই ছবি অস্কার মনোনয়ন থেকে বাদ পড়ায় অনেকে অবাক হন। তবে বাফটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পায়। এর আগে বেশ কয়েকটি প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন হাইফা। আর এবারেরটি তার চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

‘দ্য পারফেক্ট ক্যান্ডিডেট’-এ অভিনয় করেছেন মিলা আল জাহরানি, নোরা আল আওয়াদ ও দাই আল হিলালি।

২০১৭ সালে সিনেমা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব। একই সময় দেশটি সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সংস্কারের ঘোষণা দেওয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button