ময়মনসিংহ বিভাগসারাদেশ

বক্স কালভার্ট বন্ধ করে দেয়ায় জনদুর্ভোগ চরমে

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পানি চলাচলের জন্য নির্মিত বক্স কালভার্ট বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা পরিষদের অর্থায়নে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল দর্শা গ্রামের বক্স কালভার্টটি। পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল মান্নান গত বছর শুকনো মৌসুমে জমি ভরাট করে বক্স কালভার্টটির এক মুখ বন্ধ করে দেন। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি জানান, তার নিজের জায়গা ভরাট করেছেন তিনি। সামনে পুরো জায়গা ভরাট করে বাড়ি বানানো হবে। সরেজমিনে গিয়ে দেখা যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দর্শা গ্রামের রাস্তাটি কালভার্টের দক্ষিণ পাশ দিয়ে ভেঙ্গে গেছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন তিনটি ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ চলাচল করে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, কালভার্টের এক পাশ বন্ধ করে দেয়ায় রাস্তায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। তিনি নিজ অর্থায়নে ভাঙ্গা জায়গায় বাঁশের সেতু নির্মাণ করে দিয়েছেন। ভাঙ্গনের স্থানে টেকসই রাস্তা বা সেতু তৈরির জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, কালভার্টের পাশে ব্যক্তিগত জমি থাকলেও এর মুখ বন্ধ করার সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button