খেলা

অলিম্পিকে স্বর্ণজয়ী ম্প্রিন্টারের ইন্সটাগ্রাম ব্লক

অলিম্পিকে স্বর্ণজয়ী স্প্রিন্টিার এরাইন থম্পসন হেরার ইন্সটাগ্রাম একাউন্ট ভুল করে ব্লক করা হয়েছে বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। ব্লক হওয়ার কয়েক ঘণ্টা পরই তার একাউন্ট খুলে দেওয়া হয়।
বিশ্বের দ্রুততম এই মানবী নিজের ১০০ ও ২০০ মিটার জয়ের ভিডিও ইন্সটাগ্রামে দিয়েছিলেন। এরপরই একাউন্টটি ব্লক হয়ে যায়। অলিম্পিক গেমসের কোনও ভিডিও অনলাইনে দেওয়ার ব্যাপারে কঠোর বিধিনিষেধের কারণেই এমনটা হয়।
থম্পসন হেরাহ এক টুইটে জানান, আমাকে বলা হচ্ছে যে ভিডিওটি পোস্ট করার অধিকার নেই বিধায় আমার একাউন্ট ব্লক করা হয়েছে।
ফেসবুকের একজন মুখপাত্র জানান, তার ভিডিওটি মুছে ফেলা হয়েছে। তবে একাউন্ট ব্লক হয়েছে ভুলবশত।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানায়, তাদের নির্দেশনায় স্পষ্ট বলা আছে যে কোনও ক্রীড়াবিদ গেমসের কোনও ভিডিও পোস্ট করতে পারবেন না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button