খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর তামিম ইকবাল জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কখনো দেখা যাবে না তাঁকে। টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে থাকা তামিম অবসরের ঘোষণা দিলেন।

গত ২৭ জানুয়ারি বিপিএল চলাকালে ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে গিয়েছিলেন তামিম, যা শেষ হওয়ার কথা আগামী ২৭ জুলাই। বিরতি শেষ হওয়ার ১০ দিন আগেই টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিলেন দেশসেরা ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর ওয়ানডে অধিনায়ক নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। ’ পোস্টের পাশে তিনটি গুডবাই ইমোজিও দিয়েছেন তামিম।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজটা ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন তামিম। লো স্কোরিং সিরিজে ৩ ম্যাচে ১১৭ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠেছে তামিমের হাতে। এই আনন্দের দিনেই তামিম দিলেন টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button