খেলা

এবার টি২০ সিরিজে চোখ টাইগারদের

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় ও শেষ ম্যাচ জেতার পর বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সিরিজ জয় এবং দলের জয়ে ব্যক্তিগতভাবে অবদান রাখতে পারায় আমি খুব খুশি। উইকেট খুব ভাল ছিল। জিম্বাবুয়ে খুব ভাল ব্যাটও করছিল। স্বাগতিকদের স্কোরবোর্ডে আরো ২৫/৩০ রান বেশি হতে পারত। তবে শেষ কয়েক ওভারে আমাদের বোলাররা খুবই ভাল করেছে। এত বড় স্কোর তাড়া করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ব্যাটিং ইউনিট খুবই ভালো করেছে। যোগ করেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে ইনজুরির কারণে টি২০ সিরিজে আমি থাকতে পারছি না। আমাকে হয়তো ১০থেকে১২ সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে। সবার জন্য শুভকামনা থাকল।’
ওয়ানডে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন বিশ^ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে বলেন, দলের জয়ে অবদান রাখতে পারায় খুব ভাল বোধ করছি। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হারানোটা মোটেও সহজ নয়। টি২০ সিরিজেও আমাদের সেরাটা দিতে হবে। এই ফরম্যাটে দু / এক ওভারের মধ্যেই খেলা বদলে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি আমাদের সামলাতে হবে।’
ওয়ানডে সিরিজে শতভাগ প্রাপ্তি নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এক যুগ পর বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে স্বাগতিক ওয়েস্টইন্ডিজকে শেষবার হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এই সফরেই এক যুগ পর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জয় আসলো ওয়ানডে সিরিজে। হোয়াইটয়াশ মিশন সম্পুর্ন করার পথে জিম্বাবুয়ের বিপক্ষে ওযান ডে ক্রিকেটে জয়ের হাফ সেঞ্চুারিও পূর্ণ করলো টাইগাররা। আর টানা তিন জয়ের সুবাদে যোগ হল ৩০ পয়েন্ট। এবার টি২০তে জয়ের এই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ মাহমুদউল্লাহ রিয়াদদের।
এদিকে টি২০ সিরিজের সময় এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে খেলা শুরু হওয়ার কথা ছিল শুক্রবার। পরিবর্তিত সূচিতে খেলা শুরু হবে বৃহস্পতিবার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button