বিজ্ঞান ও প্রযুক্তি

উবার চালকদের ধর্মঘট

৯ দফা দাবিতে রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ঘর্মঘট পালন করছেন জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবার’র চালকরা।

উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম এবং চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন৷

সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ অভিযোগ করেন, রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক কোম্পানি উবার চালকদের ওপর বিভিন্নভাবে শোষণ ও জুলুম চালাচ্ছে। চালকরা অনেকদিন ধরেই কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানালেও সেগুলোকে গুরুত্ব দিচ্ছে না উবার৷

এরই প্রতিবাদে ৯ দফা দাবি নিয়ে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন৷

চালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া, ২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা৷ ৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই ভাড়া বাড়ানো, ৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া, ৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না, ৬. যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক করা ও যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করা, ৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দেয়া এবং ৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা৷

এ বিষয়ে সংক্ষিপ্ত এক বিবৃতিতে উবারের মুখপাত্র বলেছেন: ‘অল্প কিছু মানুষের কারণে রাইডার ও ড্রাইভার-পার্টনার কমিউনিটিতে ঘটা ব্যাঘাতের জন্য আমরা দুঃখিত। আমরা একদিকে শহরকে সেবা দিতে এবং অন্যদিকে ঢাকাজুড়ে রাইডারদের সুবিধাজনক ও নির্ভরযোগ্য চলাচলের অপশন দেয়ার মাধ্যমে আমাদের চালক-পার্টনারদের স্থিতিশীল উপার্জন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

উবারের পার্টনার সেবা কেন্দ্র ও অ্যাপে মতামত প্রদানের মাধ্যমে চালক-পার্টনাররা যেসব অভিযোগ ও সমস্যার কথা জানিয়েছেন সেগুলোর সমাধান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button