খেলালিড নিউজ

টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার। আর এই ত্রিদেশীয় সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ আর সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। খেলার আগের দিন মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

সিরিজের প্রথম তিন ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

মিরপুরের ম্যাচগুলোর টিকিটের মূল্য নির্ধারণ হলেও চট্টগ্রামের তিন ম্যাচ আর ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করেনি বিসিবি।বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা, পূর্ব স্ট্যান্ড ১০০ টাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button