সারাদেশ

দেশের বিভিন্ন এলাকার কর্মস্থল হতে অর্ধশতাধিক লোক বগুড়া দুপচাঁচিয়ায় প্রবেশ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা যারা দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ছিলেন তারা সম্প্রতি নিজ নিজ এলাকায় প্রবেশ করছেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সরকার যখন বিভিন্ন এলাকা লকডাউন করছেন, ঠিক সেই সময় এই এলাকার বাইরে থাকা কর্মজীবী লোক তাদের কর্মস্থল হতে ফিরে আসছে। এ মুহূর্তে যদি তাদের সতর্ক না করা হয় তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। স্থানীয়রা জানান, ঢাকা, উত্তরা, নারায়নগঞ্জ, চট্রগ্রাম, টঙ্গী, গাজীপুর, হিলিসহ বিভিন্ন এলাকার কর্মস্থল হতে প্রায় অর্ধশতাধিক লোক দুপচাঁচিয়ায় প্রবেশ করেছে। ইতি মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার বিভিন্ন এলাকায় আগত এসব লোকদের ব্যাপারে খোঁজ নিয়ে তাদের হোম কয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরী ভিত্তিতে এ উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে সম্প্রতি আগত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে যাবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন এর সঙ্গে কথা বললে তিনি জানান, দুপচাঁচিয়াতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থান হতে আসা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে তাদের বাড়িতে লাল পতাকা টাংগিয়ে দেয়া হয়েছে। অন্যত্র থেকে কেউ এলাকায় আসলেই সাথে সাথে প্রশাসনকে জানানোর আহবান জানিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে করোনাভাইরাস প্রতিরোধকল্পে সচেতনতামূলক প্রচারনা চালানো হচ্ছে। অন্য জেলা থেকে আসা বহিরাগতদের কেউ অসুস্থ্য হলে সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো জন্য বলা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button