জাতীয়

আসামের জনগণকে অন্য দেশের নাগরিক বানানো যাবে না

বাংলাদেশ জবসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ ফখরুল ইসলাম আসামের এনআরসি তালিকা থেকে ১৯ লাখ জনগণকে বাদ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন হিন্দু-মুসলমান যেই হোক না কেন সকলেই আসামের বৈধ নাগরিক। তারা যুগ যুগ ধরে করে আসামে বসবাস করে আসছে।

গতকাল এক বিবৃতিতে মুফতি ফখরুল ইসলাম বলেন, বর্তমান মোদি সরকার এ সমস্ত নাগরিকদের এনআরসি তালিকা থেকে বাদ দিয়ে অন্য দেশের নাগরিক বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের জানা নেই তালিকা থেকে বাদ দিলেই কাউকে অন্য দেশের নাগরিক বানানো যাবে না। আসামে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর জন্যই মোদি সরকার এসব ষড়যন্ত্র করছে। আসামের নাগরিকরাই এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে।
মুফতি ফখরুল ইসলাম তালিকা থেকে বাদ পড়া হিন্দু মুসলমান সকলকেই নতুন তালিকা করে নাগরিকত্ব দেয়ার জন্য মোদি সরকারের প্রতি আহবান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button