স্বাস্থ্য

ফুসফুসে ক্যান্সার হওয়ার কারণ

সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আমাদের দেশে পুরুষদের ক্যান্সারের মৃতুর প্রধান কারণ ফুসফুস ক্যান্সার।

ফুসফুসে ক্যান্সারের অনতম প্রধান কারণ ধূমপান, বায়ু ও পরিবেশ দূষণ এবং বাসস্থান অথবা কর্মক্ষেত্রে দূষণ ঘটতে পারে এমন সব বস্তু। যেমন নিকেল, কঠিন ধাতুর গুড়া ইতাদি সংস্পর্শে আসার কারণে ফুসফুসে ক্যান্সার হয়। আঁশজাতীয় খাবার না খেলে এই রোগ হয়ে থাকে , যক্ষা বা কোনো ধরনের নিউমোনিয়া ফুসফুসে এক ধরনের ক্ষত সৃষ্টি করে যা পরবতী ক্যান্সারে রূপান্তরিত হয়। এই রোগে প্রাথমিক লক্ষণগুলো যত তারাতারি নির্নয় করা যায় এবং চিকিৎসা প্রদান করা যায়, বেশিদিন বেঁচে থাকার সম্ভবনা তত বৃদ্ধি পায়। এই রোগের লক্ষনগুলো হলো

১। হাঁপানিসহ ঘনঘন জ্বর হওয়া।

২। দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা।

৩। হাড়ে ব্যথা অনুভব , দুর্বলতার জন্য গ্রন্থি অবশ হয়ে যাওয়া।

ইতাদি লক্ষনগুলো হলো ফুসফুসে ক্যান্সার হওয়ার কারণ। তাই এই লক্ষনগুলো হলে অবহেলা না করে, ডাক্তারের পরামর্শ নিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button