সারাদেশ

টিএমএসএস’র উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ টিএমএসএস পিএসিই প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার বগুড়া সদর উপজেলার গোকুল শাখা এবং শাজাহানপুর উপজেলার মাঝিড়া ও দশমাইল শাখা এলাকায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নিরাপদ সবজি চাষের উপকরণ প্রত্যেকে ৪০ কেজি কেঁচোসার, তিন ধরনের সবজি বীজ (লাউ, চিচিংঙ্গা ও ঝিঙ্গা), ফেরোমন ট্রাপ কৌটা এবং মাটি পরীক্ষার জন্য ২০০/- (দুইশত) টাকা করে বিতরণ করা হয়।

বিতরণ করেন টিএমএসএস-এর পরিচালনা পর্ষদ-এর কোষাধ্যক্ষ আয়শা বেগম। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের যেকোন ক্রান্তিকালে টিএমএসএস মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় টিএমএসএস মানুষের পাশে আছে এবং শেষ পর্যন্ত থাকবে। মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরিচালক মোঃ সোহরাব আলী খান, পরিচালক মোঃ মাহাবুবর রহমান, যুগ্ম-পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ মমিনুল ইসলাম, পরামর্শক মোঃ নঈম চৌধুরী, ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম, পিএসিই-এর ভিসিএফ এ. বি. এম মাহমুদুল হাছান, টিএমএসএস’র জোন প্রধান মোঃ মিজানুর রহমান, মোঃ হানজালার রহমান সহ সংশ্লিষ্ট অঞ্চল প্রধান, শাখা প্রধান এবং এভিসিএফ গণ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button