রাজশাহী বিভাগসারাদেশ

ধুনটে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় গর্ভবর্তী মায়েদের জন্য দিন ব্যাপী ফ্রী মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া সিএমএইচ কর্মরত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ লে.কর্ণেল ডা. রুম্মান। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনা নিবাসের ১২ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল রায়হান ও ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পিং সার্বিক ব্যবস্থাপনায় বগুড়া সেনা নিবাসের ১২ ইষ্ট বেঙ্গল ও চিকিৎসা ব্যবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বলেন্সের সদস্যগন নিয়োজিত ছিলেন। দিন ব্যাপী ২০০জন গর্ভবর্তী মা কে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button