শিক্ষাঙ্গন

জিপিএ-৪ প্রবর্তনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মশালা কাল

জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ প্রবর্তনের লক্ষ্যে আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষার ফল জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট এভারেজ-৫) এর পরিবর্তে জিপিএ-৪ প্রবর্তনের লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত হবে এ কর্মশালা। এ কর্মশালায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায়োগিক পরিসংখ্যান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসাইন, আইইআরের অধ্যাপক এসএম হাফিজুর রহমান ও হোসনে আরা বেগমসহ শিক্ষাবিদরা।

কর্মশালায় আরও অংশ নেবেন- শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এনসিটিবি চেয়ারম্যান, নায়েমের বিশেষজ্ঞ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) কর্মকর্তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button