আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

কাশ্মীরের ঘটনা নিয়ে পোস্ট দেয়ায় ২০০ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে সেনাবাহিনীর চালানো অভিযান নিয়ে পোস্ট দেয়ায় ২০০ পাকিস্তানির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতশাসিত কাশ্মীরে সেনা অভিযান শুরুর পর থেকে পাকিস্তানের বহু নাগরিক টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন, কাশ্মীরিদের সমর্থনে পোস্ট দেয়ার পর গত ৭-৮ দিন ধরে তাদের অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে। খবর দ্য ডনের।

অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও আছেন। তারা সবাই ভারতশাসিত কাশ্মীরের স্বাধীনতা চেয়ে কমেন্ট করেছিলেন। এর পর থেকেই তাদের অ্যাকাউন্ট বন্ধ।

হ্যাশট্যাগ স্টপ সাসপেন্ডিং পাকিস্তানি নামে অনলাইনে সামাজিক আন্দোলন শুরু করেছেন এসব পাকিস্তানি।

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, কাশ্মীরের এমন কোনো ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়া যাবে না, যা দেশে উত্তেজনা ছড়াতে পারে।

যদি কেউ এ ধরনের পোস্ট দেয়, তা হলে সরকার ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button