হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন লঙ্কান অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস অলরাউন্ডার ইসুরু উদানা। ৩৩ বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটার জাতীয় দলে না খেললেও আরও কয়েক বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
চালিয়ে যাবেন। আজ শনিবার সকালে এ সিদ্ধান্ত জানিয়ে উদানা বলেন, ‘আমি মনে করি তরুণদের সুযোগ করে দিতে আমার সময়টা এসে গেছে।’
উদানার অবসরের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড জানায়, ‘শ্রীলঙ্কার ক্রিকেটার ইসুরু উদানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে লঙ্কান ক্রিকেটকে অবহিত করেছেন।’
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল উদানার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেট শুরু করা উদানা শেষ করলো ভারতের বিপক্ষে সিরিজ জিতে। অভিষেক ম্যাচে ৪৭ রান করেছিলেন উদানা। পাশাপাশি ব্র্যাড হেডিন এবং ডেভিড হাসির উইকেটও নিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে শ্রীলঙ্কার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন উদানা।
শ্রীলঙ্কার জার্সিতে ২১টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উদানা। দুই ফরম্যাটে যথাক্রমে ১৮ ও ২৭টি উইকেট শিকারে আছে তার। উদানা আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০২০ সালে খেলেছিলেন।