জাতীয়

করোনা উপসর্গ নিয়ে রতন’স ডেন্টালের মালিক ডা. রতনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে রতন’স ডেন্টালের মালিক ডা. রতনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে রতন’স ডেন্টালের মালিক ডা. সৈয়দ তমিজুল আহসান রতন (৬৩) মারা গেছেন। রাজধানীর জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান।

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার এ নাঈম বলেন, ৩১ মে থেকে ডা. রতনের জ্বর ছিল। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে বারডেম হাসপাতালে যান। সেখান থেকে রবিবার তাকে তাদের হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, ‘ডা. রতন কোভিড সাসপেক্টেট ছিলেন। রবিবার তার টেস্ট করা হয়েছে। কিন্তু রিপোর্ট আসেনি। তার ফুসফুসের যে অবস্থা হয়েছিল তা কোভিড সংক্রমণ হলে হতে পারে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button