বিজ্ঞাপন

ওয়েব সাইটে বিজ্ঞাপন দেয়ার নিয়মাবলীঃ

সম্মানিত পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে নিয়মিতভাবে দৈনিক সংবাদ কণিকার তথ্যবহুল ও আলোচিত অনলাইন নিউজ পোর্টাল, পাঠক নন্দিত ওয়েব সংস্করণ www.sangbadkonika.com এ আকর্ষণীয় মূল্যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

সংবাদ কণিকা ওয়েবসাইটে দেয়া বিজ্ঞাপনের সাথে লিঙ্ক থাকবে বিজ্ঞাপনদাতা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের।

তথ্য-প্রযুক্তির এ যুগে কোনো প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপনের জন্যমানুষ এখন নির্ভরশীল হয়ে পড়েছে ইন্টারনেটের উপর। তাই আপনার প্রতিষ্ঠান কেন পিছিয়ে থাকবে? আপনার প্রতিষ্ঠান কিংবা পণ্যের প্রসারে সাহায্য করবো আমরা।আমরা আপনাদের সাথে আছি। খুব স্বল্প মূল্যে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে বিজ্ঞাপন গ্রহণ করি।

অনলাইন বিজ্ঞাপন মূল্য তালিকা :

  • একজন বিজ্ঞাপন দাতা হোম (প্রচ্ছদ) পেজ সহ সকল পেজ এ তার বিজ্ঞাপনটি প্রকাশ করতে পারবেন।
  • একদম সবার উপরে লোগোর ডান পাশের খালি জায়গার দৈনিক মূল্য ৩৪০ টাকা এবং মাসিক মূল্য ১০,০০০ টাকা।
স্থান/পাতা সাইজ মেয়াদ মূল্য
হোম ১ (হেডার) ৯৭০×৯০ পিক্সেল ১ মাস ৳ ১০,০০০
হোম ২ (হেডার) ৭২৮×৯০  পিক্সেল ১ মাস ৳ ১০,০০০
হোম ৩ (ফুটারের উপর) ৭২৮×২৫০  পিক্সেল ১ মাস ৳ ৮,৫০০
হোম ৪ (ফুটার) ৭২৮×৯০  পিক্সেল ১ মাস ৳ ৮,০০০
ডান পাশের উপর ৩০০×২৫০ পিক্সেল ১ মাস ৳ ১০,০০০
ডান পাশের মাঝ ৩০০×২৫০ পিক্সেল ১ মাস ৳ ৯,৫০০
ডান পাশের নিচ ৩০০×২৫০ পিক্সেল ১ মাস ৳ ৯,০০০
আর্টিক্যালের উপরে ৭২৮×৯০ পিক্সেল ১ মাস ৳ ৯,০০০
আর্টিক্যালের নিচে ৭২৮×৯০ পিক্সেল ১ মাস ৳ ৮,৫০০
ই-পেপার (নিচে/উপরে) ৭২৮×৯০ পিক্সেল ১ মাস ৳ ১০,০০০

বিজ্ঞাপনের শর্তসমূহ :

  • বিজ্ঞাপনের ধরণ অনুযায়ী তার মূল্য বাবদ সমুদয় অর্থ অগ্রীম (পত্রিকার ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ সাপেক্ষে বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা যে কোন সময় পরিবর্তিত হতে পারে, তবে যে সময়েরজন্য গ্রাহক মূল্য পরিশোধ করেছেন, সে সময়ের জন্য তাকে আর অতিরিক্ত মূল্যপরিশোধ করতে হবে না।
  • আমরা সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে বিজ্ঞাপন প্রচার করে থাকি।
  • কোনও দূর্যোগ বা সার্ভার ডাউন সাপেক্ষে ক্ষতিগ্রস্ত দিনগুলির অর্ধেক বাড়িয়ে দেবে।

আমাদের ওয়েব সাইটে ও হার্ডকপিতে কেন বিজ্ঞাপন দেবেন:

  • সাশ্রয়ী মুল্যে যে কোনো সাইজের বিজ্ঞাপন দিতে পারবেন।
  • আমাদের পত্রিকার মাধ্যমে আপনার কোম্পানীর অধিক প্রচার ও প্রসারের উদ্দেশ্য।
  • ২০১৩ সালে দৈনিক সংবাদ কনিকা প্রথম অনলাইন ভার্সন নিয়ে যাত্রা শুরু করে।
  • দৈনিক সংবাদ কনিকা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় অনুমদিত একটি পত্রিকা।
  • আপনি চাইলে বিজ্ঞাপনের জন্য আমাদের অনলাইন এবং প্রিন্টেড ভার্সন একসাথে অথবা আলাদা ভাবে ব্যাবহার করতে পারেন। যদিও উল্লিখিত রেট শুধুমাত্র অনলাইনের জন্য নির্ধারিত। প্রিন্টেড ভার্সনের জন্য সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন প্রচারের শর্ত:

সকল বিজ্ঞাপনের মূল্য বিজ্ঞাপন প্রকাশের আগে অগ্রিম প্রদান করতে হবে।  বিজ্ঞাপন হিসাবে বৈধ যে কোন বিজ্ঞাপন সংশ্লিষ্ট ডিজাইন, ছবি, লেখা, ফ্লাশ ব্যানার অথবা বিজ্ঞাপনের জন্য নির্মিত ভিডিও বিজ্ঞাপন হিসাবেপ্রচার করা যাবে। বিজ্ঞাপন হিসাবে প্রকাশিত বিজ্ঞাপন সংশ্লিষ্ট ছবি, লেখা, ফ্লাশ ব্যানার অথবা বিজ্ঞাপনের জন্য নির্মিত ভিডিও অবশ্যই বিজ্ঞাপনদাতাকে সরবরাহ করতে হবে এবং আমাদের থেকে বানিয়ে নিতে চাইলে তার জন্য আলাদা ফি/চার্জ প্রদান করতে হবে।

বিজ্ঞাপনের নীতিমালা: 

১. যেকোনো বিজ্ঞাপন ছাপানো অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে সংবাদ কণিকা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই তিন দিন আগে সংবাদ কণিকার কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩. প্রতিটি বিজ্ঞাপন ছাপানোর জন্য অবশ্যই ছাপানোর কার্যাদেশ দিতে হবে।
৪. প্রতিটি বিজ্ঞাপন নির্দিষ্ট মূল্যপ্রাপ্তির পরই বিজ্ঞাপন ছাপানো হয়।
৫. কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন।

আপত্তিকর বিজ্ঞাপনের ক্ষেত্রে: 

সংবাদ কনিকা ডট কম বা ই-পেপার সাইটে প্রকাশিত সব বিজ্ঞাপন গুগলের ডবল ক্লিকের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। গুগল তার নীতিমালা অনুযায়ী কখনো সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করে না। তারপরেও আপনার পার্সোনাল কম্পিউটার (পিসি) বা ল্যাপটপে সংবাদ কণিকার কোনো সাইট দেখার সময় এ ধরনের বিজ্ঞাপন দেখা গেলে আপনি কম্পিউটারের ক্যাশ / কুকি / হিস্ট্রি ক্লিয়ার করুন। আশা করা যায়, এ সমস্যা থাকবে না। আর সমস্যা অব্যাহত থাকলে আপনার ব্যবহৃত কম্পিউটারটি ভালো কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানকে দেখান।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:

বিজ্ঞাপন সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাদেরকে সরাসরি ইনবক্স, ইমেইল অথবা ফোন করুন:
০১৭২০৪১৩৭২৭ ই-মেইল: [email protected]

Back to top button