রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুর পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

নীলফামারী জেলা প্রতিনিধি:আগামী ১৬ জানুয়ারী  নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে  মতবিনিময়সভা করেছে
প্রশসাসন।  বৃহস্পতিবার (৭ জানুয়ারী)  সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসসের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় লায়ন্স স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, আওয়ামী লীগ মনোনীত সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান (প্রতীক নৌকা), জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন)।
সভায় সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আরো বক্তব্য বলেন মো. জিয়াউল হক জিয়া, এরশাদ হোসেন পাপ্পু, নুরুল আমিন প্রামানিক, মাজিদ ইকবাল, তারিক আজিজ, সরকার মোহাম্মদ কবির উদ্দিন ইউনুছ, কাজী জাহানারা বেগম, সুমিত্রা রায় (কণিকা রায়) প্রমূখ।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রবিউল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ইভিএমে ভোটদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সৈয়দপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button