শিক্ষাঙ্গন

নোবিপ্রবিতে ‘পারিতোষিক প্রস্তুতকরণ সফটওয়্যার’ এর প্রদর্শনী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরীক্ষার পারিতোষিক তৈরির জন্য ‘পারিতোষিক প্রস্তুতকরণ সফটওয়্যার’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের ৩য় তলায় আইকিউএসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী।

সফটওয়্যারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন- নোবিপ্রবি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আশিকুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নোবিপ্রবি পরিবারের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখার ছাত্র-শিক্ষক, কর্মকর্তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button