চট্টগ্রাম বিভাগসারাদেশ

করোনায় চট্টগ্রামে আরো ১৫১ জনসহ মোট আক্রান্ত ৫২৩৫

,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় চিকিৎসক পুলিশসহ আরও ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর ৮৯ ও জেলার বিভিন্ন উপজেলার ৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩৫ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১২১ জন। সুস্থ হয়েছেন ৪০২ জন।

সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রামের সরকারি চারটি ল্যাব ও বেসরকারি একটি ল্যাব এবং সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার করোনাভাইরাস (কোভিড-১৯) ৭০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা পজিটিভ আসে।

তথ্য মতে, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে নগরীতে ২৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার ২৩ জন রয়েছেন।
এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে রোববার পর্যন্ত ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে নগরীতে ৯ জন ও বিভিন্ন উপজেলার ২৬ জন রয়েছেন।
এছাড়া রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নগরীতে ৪৬ জন ও জেলার বিভিন্ন উপজেলার ২ জন রয়েছেন।

এদিকে, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে ১০ জনই জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে,রোববার কক্সবাজার মেডিকেল কলেজ সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে।

এদিকে, রোববার নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে ৬ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ১, চন্দনাইশে ৪, পটিয়ায় ১৩, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়ায় ১১, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ৯, মিরসরাইয়ে ১ ও সীতাকুণ্ডের ৪ জন রয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button